ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান: রিপোর্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাবে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রসচিব তেহমিনা জানজুয়া এ বক্তব্য করেন। খবর দ্য ডনের।

চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের বারবার বৈঠক ভেস্তে যাওয়া প্রসঙ্গে এসব কথা তিনি। গতকাল মঙ্গলবার ‘কনফ্লিক্ট এন্ড কোঅপারেশন ইন সাউথ এশিয়া’ সম্মেলনে তিনি বলেন, আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা চেষ্টা চালিয়ে যাবো।

তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত এগিয়ে আসছে না। ভারতের এমন মনোভাবকে নিন্দা জানান।

পাকিস্তানের সম্প্রতি এক রিপোর্টে জানায়, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায় পাকিস্তান। রিপোর্টে আরো বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন না করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

অন্সযদিকে সন্ত্রাসীদের আশ্রয় ও অর্থ সহায়তা দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে সকল ধরণের বৈঠক বাতিলের আহ্বান জানান ভারত। ভারতের বক্তব্য, পাকিস্তান ভারতের ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে কোন আলোচনা হবে না।