বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই ডু প্লেসি

Paris
আগস্ট ১৪, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আগামী মাসে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। সফরে স্বাগতিকদের সঙ্গে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। লম্বা সফর সামনে রেখে গতকাল মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টেস্ট দলে সুযোগ পেয়েছেন নতুন তিন মুখ। তাঁরা হলেন এনরিক নর্টিয়ে, উইকেটরক্ষক রুডি সেকেন্ড ও স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কুইন্টন ডি ককের হাতে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার বিয়ন ফোরটান। টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক করা হয়েছে রসি ফন ডার ডাসেনকে।

অবশ্য সাদা পোশাকে নেতৃত্বের ভূমিকায় ডু প্লেসিকেই দেখা যাবে। আর সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে টেমবা বাভুমাকে।

১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এই সফর। ২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

টেস্টের দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবাইর হামজা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, এনরিক নর্টিয়ে, ভারনন ফিল্যান্ডার, ড্যান পিট, কাগিসো রাবাদা ও রুডি সেকেন্ড।

টি-টোয়েন্টির দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), রসি ফন ডার ডাসেন (সহ-অধিনায়ক), টেমবা বাভুমা, জুনিয়র ডালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, ডেভিড মিলার, এনরিক নর্টিয়ে, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও জন-জন স্মাটস।

সর্বশেষ - খেলা