শুক্রবার , ৩০ আগস্ট ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণ: ৪ বাংলাদেশিসহ দোষী সাব্যস্ত ১৯

Paris
আগস্ট ৩০, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ২০১৪ সালে বোমা বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে কলকাতার এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) আদালত।

গত বুধবার এনআইএ আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। আজ শুক্রবার তাদের সাজার পরিমাণ ঘোষণা করা হবে বলে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানায় এনআইএ।

বিবৃতিতে বলা হয়েছে, সব আসামি আদালতে অপরাধ স্বীকার করেছেন। দোষী সাব্যস্ত চার বাংলাদেশি হলো- সাদিক ওরফে সুমন ওরফে তারিকুল ইসলাম ওরফে রাইহান শেখ, শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ ওরফে বুরহান শেখ ওরফে সুরত আলী, হাবিুবর রহমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে জাবিরুল ইসলাম ওরফে জাফর এবং লিয়াকত আলী প্রামানিক ওরফে রফিক এরফে রফিকুল ওরফে মোহাম্মদ রুবেল।

২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় এলাকার এক বাড়িতে বোমা (আইইডি) বিস্ফোরণ ঘটে। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নামে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আইইডি বানানোর সময় এই বিস্ফোরণ ঘটে। তারা বোরকা সেলাইয়ের কারখানার কথা বলে বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা যায়। বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। পরবর্তীতে এনআইএ-কে এ মামলার তদন্তভার দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক