ভারতের প্রতিরক্ষা ক্রয় বাজেট ১.৫২ লাখ কোটি রুপি বৃদ্ধি 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ভারতের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে মোদি সরকার মূলধন ব্যয় বাড়িয়ে ১.৫২ লাখ কোটি রুপি করেছে। গত অর্থবছরে বাজেটের প্রতিরক্ষা বাজেট ছিল ৪.৭৮ লাখ কোটি টাকা।

ভারতের অর্থমন্ত্রী সীতারামন বলেন সরকার সশস্ত্র বাহিনীর অস্ত্র ও সরঞ্জামে আত্মনির্ভরতা নিশ্চিত করতে বেসরকারি কোম্পানি, স্টার্ট আপ এবং একাডেমিয়ার জন্য ২৫ শতাংশ গবেষণা ও উন্নয়ন তহবিল সংরক্ষণ করা হয়েছে।

গত বছরের চেয়ে ভারতে অস্ত্রশস্ত্র তৈরি করতে মূলধন সংগ্রহের বাজেটের ৫৮ থেকে ৬৮ শতাংশ নিশ্চিত করেছে। গত ৯ বছরে ভারত দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বাজেট বৃদ্ধি করা হয়েছে ৭৬ শতাংশ।

প্রতিরক্ষা বাজেট বৃদ্ধিকে স্বাগত জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন এ ব্যয়বৃদ্ধি সঙ্গতিপূর্ণ এবং এটি অবশ্যই ভারতের প্রতিরক্ষা শিল্পকে উৎসাহিত করবে।

সূত্র: আমাদের সময়