ভারতের তেলেঙ্গনায় ভবন ধস, আটকা ‘১০’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের তেলেঙ্গনায় ছয়তলা ভবন ধসে পড়েছে। হায়দরাবাদের কাছে নানাক্রমাগুড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ধসে পড়া ভবনের নিচে অন্তত ১০ জন আটকা পড়েছেন বলে জানা যায়।

 

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভবনটির নির্মাণ কাজ মাত্র শেষ হয়। টাইলস বসানো ও রঙ করার কাজ চলছিল। ওই ভবনে পাঁচটি পরিবার বাস করত। এরমধ্যে চারটি পরিবার চার নির্মাণ শ্রমিকের এবং একটি ওই ভবনের দারোয়ানের।

 

এরই মধ্যে ১২জনকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখনো উদ্ধার কাজ চলছে।

 

তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী এন নরসিংহ রেড্ডি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পুলিশের ডেপুটি কমিশনার বিশ্ব প্রসাদ জানান, ভবন নির্মাণে আইন লঙ্ঘনের বিষয়টি এরই মধ্যে চোখে পড়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ধসে পড়ার সময় ১০ জন নির্মাণ শ্রমিক ভবনে কাজ করছিলেন। ভবনের মালিকের নাম সত্যনারায়ণ সিং।

 

দ্য হিন্দু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, নির্মাণাধীন ওই ভবনে ২৫ জন বাস করত। এরমধ্যে চার-পাঁচজন শিশুও আছে, নারীও আছে।

 

ওই ভবনের এক প্রতিবেশি বলেন, ‘হঠাৎ দেখলাম ভবনটি নড়ছে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ে যায়।’

সূত্র: এনটিভি