ভারতের ‘তৃতীয় সারি’র দলই হেসে খেলে হারাল শ্রীলঙ্কাকে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হেসে খেলে হারিয়েছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে শিখর ধাওয়ানের দল।

টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬২ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে ৩৫ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন চামিকা করুনারত্নে। এছাড়া অধিনায়ক শানাকা ৩৯ ও আশালাঙ্কা ৩৮ রান করেন।

জবাবে শিখর ধাওয়ান ও ঈশান কিষাণের হাফসেঞ্চুরিতে ৩৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ধাওয়ান ৯৫ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। ঈশান কিষাণ ৪২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তবে ম্যাচসেরা হয়েছেন ২৪ বলে ৪৩ রান করা পৃথ্বী শ।

ভারতের এই দলটিকে বলা হচ্ছে ‘তৃতীয় সারি’র দল। বলার পেছনে কারণও রয়েছে। ভারতের ১৮ সদস্যের আরো একটি দল ইংল্যান্ডে অবস্থান করছে। বিরাট কোহলি-রোহিত শর্মারা রয়েছেন সেই মূল দলের সঙ্গেই। রাহুল দ্রাবিড়কে কোচ ও শিখর ধাওয়ানকে অধিনায়ক করে শ্রীলঙ্কায় খেলতে এসেছে ভারতের এই ‘তৃতীয় সারি’র দল। তবে আইপিএলের কারণে এই দলের বেশিরভাগ ক্রিকেটারকেই চিনে ক্রিকেট বিশ্ব।

 

সুত্রঃ কালের কণ্ঠ