ভারতের ঐতিহাসিক ম্যাচে রেকর্ড গড়লেন কোহলি-চাহাল

ভারতের ঐতিহাসিক ম্যাচে রেকর্ড গড়লেন বিরাট কোহলি ও যুজবেন্দ্র চাহাল। একজন ম্যাচের সেরা হলেন আর রেকর্ডও গড়লেন। অন্যজন ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও রেকর্ড গড়লেন।

প্রথমজন যুজবেন্দ্র চাহাল। যিনি পোলার্ডদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। এবং আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১০০তম উইকেট নেওয়ার নজির গড়লেন। আর ঘরের মাঠে ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড গড়া দ্রুততম ক্রিকেটার হলেন ভিরাট কোহলি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে কোহলির এই রেকর্ডের জন্য দরকার ছিল মাত্র ৬ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ান ডেতে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। কিন্তু তাতেই রেকর্ড গড়ে ফেললেন তিনি।

মাত্র ৪টি বল খেলেন কোহলি। তার মধ্যে দুইটি ছিল চার। এরপরই দেশের মাঠে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০০ ওয়ানডে রান পূর্ণ করে ফেলেন তিনি। আর সেই সঙ্গে ভেঙে দিলেন শচীনের রেকর্ড। মাস্টার ব্লাস্টার ১২০টি ইনিংসে এই নজির গড়েছিলেন। আর সেখানে কোহলি আজ ঘরের মাঠে ৯৬তম ওয়ানডে ইনিংসে সেই রেকর্ড করলেন।

একইসঙ্গে কোহলি ঢুকে পড়লেন শচীন-পন্টিং-ক্যালিসদের এলিট গ্রুপে। দেশের মাটিতে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার (৬৯৭৬)। দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং (৫৪০৬)। তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক কালিস (৫১৭৮)। এবং চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (৫০০২)।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন