ভারতের এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

সিল্কসিটিনিউজ  ডেস্ক:

ভারতের বিমান বাহিনীর বিদ্ধস্ত বিমান এএন-৩২র ধ্বংসাবশেষের প্রথম ছবি প্রকাশ করেছে অরুণাচল প্রদেশ সরকার। নিখোঁজ হওয়ার ৮দিন পর মঙ্গলবার ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় এর ধ্বংসাবশেষ পায় দেশটির বিমান বাহিনী।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিমানটি জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে ওই স্থানের বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে। স্থানটি দুর্গম এবং ঘন জঙ্গল হওয়ায় বিমান বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে নামতে পারেনি।

গত ৩ জুন বেলা সাড়ে ১২টায় উড্ডয়নের পরপরই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। অরুণাচল প্রদেশের চিন সীমান্তের কাছে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাচ্ছিল এএন-৩২ বিমানটি। এসময় সময় বিমানটিতে ১৩জন যাত্রী ছিলেন। এদের মধ্য সাত জন বিমানবাহিনীর পাইলট এবং ছয় জন অফিস-কর্মী। ধারণা করা হচ্ছে বিমানের সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।