ভারতীয় বন্যহাতির তাড়ায় প্রাণ গেল যুবকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় ভারতীয় বন্যহাতির তাড়া খেয়ে ইদ্রিস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে ৯টার দিকে কামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী উপজেলার বাট্রাজোর ইউনিয়নের উজানপাড়া গ্রামের বুকল মিয়ার ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ পাহাড় থেকে কাঁটা তারের বেড়া পেড়িয়ে নেমে আসা একদল বন্যহাতি বাংলাদেশের কামালপুর সীমান্তের গারো পাহাড়ে প্রবেশ করে।

এসব বন্যহাতির পাল সন্ধ্যা নামার পরপরই লোকালয়ে পাকা ধান সবজি ক্ষেত ও গাছপালা খেতে নেমে পড়ে। হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষা করতে গ্রামের লোকজন বৈদ্যুতিক তারে সংযোগ দিয়ে রাখেন।

শুক্রবার রাতে বন্যহাতির পাল দেখতে কামালপুরের যদুরচরে যান ইদ্রসি আলী ও তার বন্ধুরা। এসময় হাতির কাছাকাছি গেলে হঠাৎ তেড়ে আসে হাতি। এসময় অন্যদের সঙ্গে ইদ্রিস আলীও হাতির আক্রমণ থেকে বাঁচতে দৌড় দেয়। এতে তারে বিদ্যুতায়িত হয়ে ডোবায় পড়ে যান ইদ্রিস আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী জানান, ঘটনাস্থলে থেকে ইদ্রিসের মরদেহ উদ্ধার করা হয়েছে।