ভারতীয় জুয়াড়ির খপ্পরে পড়ে নিষিদ্ধ ২ ‘পাকিস্তানি’ ক্রিকেটার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় জুয়াড়ির খপ্পরে পড়ে ক্যারিয়ার ধ্বংস হলো আরও দুই ক্রিকেটারের।

দুই ক্রিকেটারই সংযুক্ত আরব আমিরাতের। তারা হলেন— আমির হায়াত ও আশফাক আহমেদ।

দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করায় এ দুই ক্রিকেটারকে আট বছরের জন্য নির্বাসিত করেছে আইসিসি। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তাদের নির্বাসনের দিন ধরা হবে।

আরব আমিরাতের হয়ে খেললেও এ দুই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব চলাকালীন ম্যাচ ফিক্সিং করে তারা। এক ভারতীয় জুয়াড়ির কাছ থেকে তিন লাখ পাঁচ হাজার রুপি নিয়েছিলেন এ দুই ক্রিকেটার। সেই ভারতীয় জুয়াড়িকে তারা ‘ওয়াই’ বলে সম্বোধন করেন।

দুজনের বিপক্ষে যেসব ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের জন্য ঘুষ বা অন্য প্রণোদনা নেওয়া, আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভাঙা ও খেলার অসম্মান করা, ৭৫০ ডলারের বেশি মূল্যমানের উপহার প্রাপ্তির কথা বোর্ডকে না জানানো, দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে তথ্য গোপন করা, দুর্নীতির প্রস্তাব গোপন করা এবং এ মামলায় প্রমাণিত হতে পারে এমন কিছু উপস্থাপনে ব্যর্থ হওয়া।

আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে আমির ও আশফাকের বিরুদ্ধে আনিত সব অভিযোগের সত্যতা মিলেছে। তবে আত্মপক্ষ সমর্থনে একজন দায়ী করেছেন অন্যকে। পরে দুজনের এই কাণ্ডকে ‘যৌথ প্রযোজনা’ বলে উল্লেখ করেছে আইসিসি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৩টি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন আমির। আর সে বছরের অক্টোবরেও আমিরাতের হয়ে খেলেছেনঅভিজ্ঞ আশফাক ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ।

সূত্র: ক্রিকেট অ্যাডিক্টর