ভারতীয় ক্রিকেটারের শাস্তি

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। ইংলিশ পেসার জেমস আন্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লোকেশ রাহুল।

ফিফটির আগে আউট হয়ে আম্পায়ারের ওপর মেজাজ দেখিয়ে শাস্তি পেতে হলো লোকেশ রাহুলকে।

শনিবার ওভালে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন লোকেশ রাহুল। মেজাজ হারিয়ে শাস্তির কবলে পড়েন তিনি। তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়।

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন লোকেশ রাহুল। এ ঘটনার ফলে দুই বছরের মধ্যে প্রথমবার আইসিসির শৃঙ্খলা রক্ষা কমিটির রেকর্ডে এ ঘটনাটি রাহুলের অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স হারফ, তৃতীয় আম্পায়ার মাইকেল গগ এবং চতুর্থ অফিসিয়াল মাইক বার্নস। ভারতের ওপেনার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

 

সূত্রঃ যুগান্তর