ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড

সুপার টুয়েলভের ম্যাচে রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেতে মরিয়া কিউইরা। তবে দলের অন্যতম তারকা মার্টিন গাপটিলকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলার সময় হারিস রউফের ডেলিভারিতে পায়ে চোট পেয়েছিলেন তিনি। বেশ অস্বস্তিতে রয়েছেন গাপটিল।

কিউই কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘খুব যন্ত্রণা হচ্ছিল ওর। দেখা যাক।’ নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল এখন বিশ্রামে আছেন। মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। উন্নতির দিকে গাপটিল। রবিবার মাঠে নামবেন সেই ইঙ্গিত আছে। গাপটিলের অপেক্ষায় আছেন কিউই কোচ। তবে গাপটিল যদি ভারতের বিরুদ্ধে খেলতে না পারেন, তবে তা নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা হয়ে উঠবে। কারণ পেসার লকি ফার্গুসন চোটের জন্য আগেই দল থেকে ছিটকে গিয়েছেন। সেখানে ঢুকেছেন পেসার অ্যাডাম মিলন।

পাকিস্তানের কাছে পরাজয়ের পর ভারতের বিপক্ষে জিততেই হবে কিউইদের। এই প্রসঙ্গে স্টিড বলেছেন, ‘পাকিস্তান এখন এক নম্বর দল হওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। বাকি দলগুলো লড়ছে দু’নম্বর জায়গা দখলের জন্য। এই কারণেই ভারতের বিপক্ষে জিততে হবে আমাদের। ভারতকে হারাতে পারলে এই পরাজয়ের হতাশা কাটিয়ে আমরা আবার সঠিক পথে এগোতে পারবো।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন