ভারতকে পাত্তা না দিয়ে গালওয়ানে নির্মাণ কাজ শুরু চীনের

লাদাখ সীমান্তে সোমবার ঘটে যাওয়া ভয়াবহ সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য আলাপ চলছিল। তবে এত কিছুর মধ্যেও চীন তার শক্তি প্রদর্শন করেই চলছে। অস্ত্র সমেত চীনা সেনারা গালওয়ানে অবস্থান করে নির্মাণ কাজও শুরু করে দিয়েছে বলে জানা যায়।

বুধবার প্রথমবার চিনের তরফে দাবি করা হয়েছিল যে গালওয়ান উপত্যকা তাদের দেশের অংশ। আর সেই দাবির একদিনের মধ্যেই এবার সেই জায়গা স্থায়ী দখল করার কলা-কৌশল শুরু করে দিয়েছে চীন। সীমান্তে চীন নির্মাণযন্ত্রসহ কয়েকশো পিএলএ সৈনিক পাঠিয়েছে। খুব দ্রুতই তারা সেখানে স্থায়ী সেনা ক্যাম্প তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে, চিনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পরই লাদাখেও বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আবহে দুই দেশের মেজর জেনারেল পর্যায়ে তিন ঘণ্টার বৈঠক হয়েছিল বুধবার। তবে সেই বৈঠক থেকে সুষ্ঠু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে বলে খবর। ফের আজ এই বিষয়ে বৈঠকে বসছেন দুই দেশের কর্মকর্তারা।