মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভাইয়ের সাথে স্মৃতিসৌধ ঘুরতে গেলেন খাদিজা

Paris
জানুয়ারি ২৪, ২০১৭ ১২:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। গতকাল সোমবার বড় ভাই শারনান হক শাহিনের সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছেন খাদিজা।

 

সাভারেই সিআরপিতে চিকিৎসাধীন আছেন সিলেট মহিলা কলেজের ডিগ্রি পাসের শিক্ষার্থী খাদিজা। চীনে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত শাহিন বোনকে দেখতে সম্প্রতি একমাসের জন্য দেশে এসেছেন।

 

শাহীন বলেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। তবে বাম হাতে ব্যথা আছে। নিয়মিত থেরাপি দিচ্ছেন চিকিৎসকরা। আগামী ২৬ ফেব্রুয়ারি সিলেট আদালতে খাদিজা হাজির হতে পারবেন বলে আশা প্রকাশ করেন শাহিন। এর আগে ১৩ জানুয়ারিও খাদিজার সাথে হাস্যোজ্জ্বল ছবি ফেসবুকে দিয়েছেন তার ভাই। সেখানে খাদিজাকে বেশ উচ্ছ্বল মনে হচ্ছিল।

 

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজে ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়ে বের হলে ক্যাম্পাসে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। ওই দিন বিকেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক (বহিষ্কৃত) বদরুল আলম।

 

পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় অন্যান্য শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। স্কয়ার হাসপাতালে খাদিজার মাথা ও হাতে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হলে ২৮ নভেম্বর থেকে সাভারের সিআরপিতে ভর্তি করা হয়।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়