ভবনধসে আহত শিক্ষার্থীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের সদরপুরে লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনধসে আহত শিক্ষার্থী শাহেদের (১১) মৃত্যু হয়েছে।

রোববার সকালে ঢাকা ইসলামী কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধী থেকে তার মৃত্যু হয়।

শাহেদ লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, শনিবার বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে শাহেদকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানেই সকালে চিকিৎসাধীন শাহেদের মৃত্যু হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহিন খান জানান, শনিবার দুপুরে হঠাৎ করে ৯৯নং লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটির পুরোপুরি ধসে পড়ে। এ সময় বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী আহত হন।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে।

আহতদের মধ্যে শাহেদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

যুগান্তর