বড় আর্থিক ক্ষতির মুখে চেলসি

বৃহস্পতিবার ছিল চেলসির জন্য ভয়ংকর একটা দিন। ক্লাবটির রাশান মালিক রোমান আব্রামোভিচের উপর যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে বিপদে পড়েছে চেলসি। ঘরের মাঠের টিকিট বিক্রি বন্ধ সহ খেলোয়াড় কেনা-বিক্রিতে নিষেধাজ্ঞায় পড়েছে ব্লুজরা। এর পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান গুলো নাম সরিয়ে নেওয়ার পথে।

এর ফলে মিলিয়ন মিলিয়ন অর্থ ক্ষতির সম্মুখীনে চেলসি।

ইতিমধ্যে চেলসির স্পনসর, ‘থ্রি’ ঘোষণা করেছে যে, চেলসির সঙ্গে তাদের ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে তাঁরা জানিয়েছে,’সরকারের সম্প্রতি ঘোষিত নিষেধাজ্ঞার কারণে চেলসি ফুটবল ক্লাবের সঙ্গে অস্থায়ীভাবে আমাদের স্পন্সরশীপ স্থগিত করছি। ‘ তাদের এই সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে জার্সি বিক্রির অফিসিয়াল স্টোর। ডেইলি মেইল জানিয়েছে, ‘থ্রি’র পাশাপাশি নাইকিও তাদের স্পন্সরশীপ চুক্তি স্থগিত রেখেছে। নাইকি থেকে বছরে চেলসি ৫৬ মিলিয়ন পাউন্ড পেয়ে থাকে।

এছাড়া চেলসির সঙ্গে ট্রিভাগো, ইউকোহামা টায়ারস, ভিটালিটি, হাবলটসহ সবমিলিয়ে ১৬টি কোম্পানির স্পন্সরশীপ চুক্তি রয়েছে। এসব কোম্পানি চুক্তি স্থগিত রাখলে বড় ক্ষতি হবে ক্লাবটির। মার্কা

 

সূত্রঃ কালের কণ্ঠ