বড়াইগ্রামে লকডাউন সফল করতে মাঠ প্রশাসন তৎপর,পাঁচজনের জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামে এক সপ্তাহের কঠোর লকডাউন সফল করতে প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে মাঠে ছিল উপজেলা প্রশাসন। লকডাউনে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ও মাস্ক না পরায় পাঁচজনকে মোট ১২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার( ০১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিকে, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বনপাড়া ও বড়াইগ্রাম পৌর শহরসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও লোকজনকে সচেতন করেন। এ সময় তার সঙ্গে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়নসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
লকডাউন চলাকালে তারা অপ্রয়োজনে বাইরে আসা মানুষজনকে করোনার ব্যাপারে সচেতন করাসহ বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
স/জে