বড়দিনে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি

সিল্কসিনিউজ ডেস্ক:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে সব ধর্মীয় উৎসব বড়দিনের ছুটিতে বুধবার (২৫ ডিসেম্বর) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বড়দিনের উৎসব পালনে বুধবার দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই পারে বন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, পাট ও পাট জাতদ্রব, তৈরি পোশাক, মাছ ও বিভিন্ন  ধরনের খাদ্যদ্রব রয়েছে।