রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্লুটুথ হেডফোনের মান বাড়াবে কোয়ালকম

Paris
সেপ্টেম্বর ২, ২০১৮ ৬:২৯ অপরাহ্ণ

সিল্কনসিটিনিউজ ডেস্ক:

তারহীন ব্লুটুথ হেডফোনে সাউন্ডের মান বাড়াতে কোয়ালকম আনছে অ্যাপ্টএক্স অ্যাডাপ্টিভ কোডেক।

সাউন্ডের মান বাড়ানোর পাশাপাশি সাউন্ডের লেটেন্সি বা ডিভাইস থেকে হেডফোনে সাউন্ড পৌঁছানোর মধ্যে সময়ের ব্যবধান কমাবে। গেইম খেলা বা ভিডিও দেখার সময় বর্তমানে ব্লুটুথের ল্যাগ অনেক বেশি সমস্যা করে, সেটা দূর করাই কোয়ালকমের লক্ষ্য।

অবশ্য অ্যাপ্টএক্স কোডেক নতুন নয়, এর আগেও উচ্চমানের গানের জন্য কোয়ালকম সেটির অ্যাপ্টএক্স-এইচডি এবং ল্যাগ কমানোর জন্য অ্যাপ্টএক্স-এলএল সংস্করণ তৈরি করেছিল। এবারের কোডেকটি প্রথমে লক্ষ্য করবে হেডফোন কী কাজে ব্যবহার করা হচ্ছে। ভিডিও দেখা, গেইম খেলা বা গান শোনার কাজ অনুযায়ী সাউন্ডের মান ও লেটেন্সি ব্যালেন্স করা হবে।

কোয়ালকমের দাবি, প্রয়োজনে উচ্চমানের ৫৭৩ কিলোবিট সাউন্ড বা মাত্র ৪০ মিলিসেকেন্ড লেটেন্সি, দুটিই দিতে পারবে অ্যাপ্টএক্স অ্যাডাপ্টিভ। কোডেকটির প্রথম দেখা মিলবে তাদের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ সমৃদ্ধ ফোনে।

গিজচায়না অবলম্বনে

 

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি