ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্যাব ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্যাব্রিকেশন ল্যাব (ফ্যাব ল্যাব) এর উদ্বোধন ও “ ফ্যাব্রিকেশন ল্যাব (ফ্যাব ল্যাব) ব্যাবহার করে আর্কিটেকচার মডেল তৈরির ভবিষ্যৎ” শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ইউনিভার্সিটির মহাখালী ক্যম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত ও বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোঃ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর চেয়ারপারসন প্রফেসর আদনান জিল্লুর মোর্শেদ।

 

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য নিয়মিতই শিক্ষাদান কার্যক্রমের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

প্রফেসর আদনান জিল্লুর মোর্শেদ বলেন সারা বিশ্বে ফ্যাব ল্যাবের সংখ্যা ১০০০ এর ও কম। তিনি আরো বলে, এই ফ্যাব ল্যাব পরিচালনায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি হতে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেয়া হবে।

 

হেকেপ প্রজেক্ট এর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর শিক্ষক ডঃ মুহাম্মদ ফারুক ও শেখ রুবাইয়া সুলতানা এই ফ্যাব ল্যাব স্থাপন করেন। এর আগে ২০১৪ সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফ্যাব ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ফ্যাব ল্যাব প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে। হেকেপ প্রজেক্টের আওতায় ৮০ শতাংশ অর্থায়ন করা হয় ফ্যাব ল্যাব স্থাপনে যার বাকি ২০ শতাংশ অর্থ ব্র্যাক ইউনিভার্সিটি ব্যয় করে।

 

ব্র্যাক ইউনিভার্সিটির এই ফ্যাব ল্যাবে একটি থ্রিডি প্রিন্টার, থ্রিডি স্ক্যানার,লেজার কাটার, ফাইভ এক্সিস সিএনসি কাটার ও আনুষাংগিক আইটি ইকুইপমেন্ট রয়েছে যা আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর বিভিন্ন কাজে ব্যাবহৃত হবে। ফ্যাব ল্যাব এর সুবিধা গ্রহণ করে ডিজিটাল ফ্যাব্রিকেশন এর মাধ্যমে নিখুঁতভাবে কম্পিউটার এর মাধ্যমে ডিজাইন করা সম্ভব হবে।এই ফ্যাব ল্যাব প্রতিষ্ঠা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও গবেষকদের নতুন নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ করবে। ব্র্যাক ইউনিভার্সিটির একদল একনিষ্ঠ শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্ঠা এই ফ্যাব ল্যাব স্থাপনের পেছনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

স/শ