ব্র্যাককে কর দিতে হবে- সুপ্রিম কোর্টের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের শীর্ষ বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাককে করমুক্তি দিয়ে হাইকোর্টের এক আদেশ আপীল বিভাগ খারিজ করে দিয়েছে।

ফলে সংস্থাটিকে এখন চারশো কোটি টাকা কর দিতে হবে।

 

ব্রাক এবং রাজস্ব বিভাগের মধ্যে আইনি এই লড়াই শুরু হয় দু বছর আগে যখন কর আপিল ট্রাইব্যুনাল ব্র্যাককে চারশো চার কোটি বিশ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দেয়।

 

কিন্তু চ্যারিট্যাবল সংস্থা হিসেবে দাবি করে ব্র্যাকের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছিল ২০১৪ সালে।

 

হাইকোর্ট ব্র্যাকের করা আপিলের পক্ষে রায় দেয়।

 

কিন্তু চ্যারিট্যাবল সংস্থা হলেও ব্র্যাকের ব্যবসা থেকে আসা লাভ আয়করযোগ্য- এই যুক্তি তুলে রাজস্ব বিভাগ সুপ্রিম কোর্টে আপিল করেছিল।

 

এখন আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায়ই বহাল রাখলো। ফলে ব্র্যাককে আয়করের ঐ টাকা পরিশোধ করতে হবে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রশিদ জাহাঙ্গীর  বলেন, তাদের যুক্তি ছিলো ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী চ্যারিটেবল প্রতিষ্ঠান হলেরও ব্র্যাকের সমস্ত আয় করমুক্ত হতে পারেনা।

 

তিনি বলেন, আপিল বিভাগের এই রায় এখন দেশের অন্যান্য চ্যারিটেবল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। “বাংলাদেশের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় দেশের সবার জন্যই প্রযোজ্য হবে।”

 

ব্র্যাক এক বিবৃতিতে বলেছে, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর রিভিউ আবেদন করা না করার প্রশ্নে তারা সিদ্ধান্ত নেবে।

 

ব্র্যাকের পক্ষের আইনজীবী মো: আসাদুজ্জামান বলেছেন, আপিলের অনুমতির আবেদন মঞ্জুরের আগে এবং পরে ব্র্যাক কিছু অর্থ দিয়েছে। সেটা মোট প্রদেয় অর্থের সাথে সমন্বয় করা হবে।

সূত্র: বিবিসি বাংলা