সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্রিটেন সহ ইউরোপের জনজীবনে নাশকতা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে পাকিস্তান থেকেই৷ এই জঙ্গিদের তালিকায় রয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট উপত্যকার বেশকয়েকজন৷ মূলত এই অঞ্চলের সশস্ত্র ইসলামিক গোষ্ঠীর মদতেই দক্ষিণ এশিয়া সহ ইউরোপে ছড়াচ্ছে জঙ্গি তৎপরতা৷ জেনেভায় রাষ্ট্রসংঘের কার্যালয়ে এমনই জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা৷ তাঁদের দাবি, ব্রিটেনে বসবাসকারী বেশিরভাগ মুসলিম পরিবারে শিকড় আছে পাকিস্তানে৷ সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে সেই সমস্ত পরিবারকে টার্গেট করেছে সোয়াট উপত্যকার জঙ্গিরা৷ ফলে ব্রিটেন জুড়ে আরও নাশকতার জাল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ এমনই সংবাদ জানাচ্ছে এএনআই৷
জঙ্গি হামলার মুখে বড়সড় ঘটনার মুখোমুখি হতে চলেছে ইউরোপ৷ ব্রিটেনেই রয়েছে ইসলামিক স্টেটের প্রতি সহমর্মী বহু নাগরিক৷ সম্প্রতি এমনই রিপোর্ট দিয়েছিলেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিরক্ষা বিশেষজ্ঞ৷ সেই রিপোর্ট প্রকাশ হওয়ার পর আলোড়ন ছড়ায়৷ এরই মাছে গত সপ্তাহে লন্ডনের টিউব রেলে বিস্ফোরণ হয়৷ তার আগে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে স্পেনের বার্সেলোনা৷
ইউরোপে সন্ত্রাসবাদের গতিপ্রকৃতি নিয়ে চিন্তিত বিভিন্ন মহল৷ সেই পরিপ্রেক্ষিতে জেনেভায় রাষ্ট্রসংঘের বিশেষ এক আলোচনা সভায় পাকিস্তান থেকে ছড়িয়ে পড়া জঙ্গি কর্মকান্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷ লিস্টেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পল স্কটের যুক্তি, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে ক্রমাগত সাহায্য পাচ্ছে৷ অধ্যাপক স্কটের যুক্তি, লন্ডন ও ইসলামবাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহেই পাকিস্তান থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদ রুখতে তৎপর হোক ব্রিটেন৷
সম্প্রতি, মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়া জঙ্গি তৎপরতা নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ হয়েছে৷ মায়ানমার সরকারের দাবি আরাকান স্যালভেশন আর্মি নাম একটি সশস্ত্র সংগঠনকে মদত দিচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই৷ তাদের মদতে বাংলাদেশের ভূখণ্ডেও চলেছে জঙ্গি শিবির৷ শুধু তাই নয়, লস্কর ই তইবার মতো জঙ্গি সংগঠনের মদত পাচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী৷
বিশেষজ্ঞরা ধারণা, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদ ক্রমশ ইউরোপ ও দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে প্রবল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে৷ এই প্রক্রিয়া রুখতে অবিলম্বে কড়া ভূমিকা নেওয়া দরকার৷ অঞ্চলটি পাক তালিবান অধ্যুষিত ৷ আবার আফগান তালিবানরাও শক্তিশালী৷ বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে আগেই উঠে এসেছে, আফগানিস্তান ও পাকিস্তানে ক্রমশ শক্তিশালী হচ্ছে ইসলামিক স্টেট৷ যার ফলে চিন্তিত ভারত৷ কারণ জম্মু-কাশ্মীরেও আইএসের প্রভাব ছড়িয়ে পড়েছে৷