ব্রিটেনকে ইইউ ত্যাগ না করার অনুরোধ জানিয়ে জার্মানদের খোলা চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নেই (ইইউ) থেকে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে খোলা চিঠি লিখেছেন শীর্ষ কয়েকজন জার্মান নাগরিক।

চিঠিতে আবেগঘন কিছু কথার সঙ্গে উঠে এসেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও৷ আসন্ন ‘ব্রেক্সিট’এর ফলে ব্রিটিশদের অনেক কিছুই ইউরোপীয়দের থেকে দূরে সরে যাবে৷ ইউরোপীয় জীবনযাত্রা থেকে হয়ত হারিয়ে যাবে ব্রিটিশ সংস্কৃতির অনেককিছুই।

প্রকাশিত এ চিঠিতে সই করেছেন ৩১ জন৷ তাদের মধ্যে আছেন, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা, চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সম্ভাব্য উত্তরসূরিসহ জার্মানির একদল রাজনীতিক এমনকী অ্যাথলেট, ব্যবসায়ী ও বিভিন্ন সেলিব্রেটিরাও৷

চিঠিতে ইতিহাসের সঙ্গী হিসাবে যুক্তরাজ্য ও ইউরোপের দীর্ঘ পথ পরিক্রমার কথা উল্লেখ করে চিঠিতে ইউরোপের ঐতিহাসিক গঠনের পেছনে ব্রিটিশদের অবদান স্বীকার করে নিয়ে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে।