‘ব্রিটিশ নাগরিক হিসেবে তারেক লন্ডনে কম্পানি খুলেছেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ব্রিটিশ নাগরিক হিসেবে লিমিটেড কোম্পানি খুলে তারেক রহমান যুক্তরাজ্যে ব্যবসা করছেন।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই, তাই জাতীয় নির্বাচন নিয়ে কারো সঙ্গে সমঝোতার প্রশ্নই ওঠে না।

খাদ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমান ২০১৫ সালে লন্ডনে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেছেন যেটির নাম ‘হোয়াইট এন্ড ব্লু কনসালটেন্স লিমিটেড’। সেখানে তার পরিচয় তিনি ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ নাগরিক হিসেবেই কোম্পানিটি তিনি প্রতিষ্ঠা করেছেন। উনার স্ত্রী বেগম জোবায়দা রহমান সেই কোম্পানির অন্যতম পরিচালক।

‘আজকে বিএনপি কি বলবে? একের পর এক মিথ্যাচার, যে দলটির ভিত্তি মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে সেই দলটি তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে কি উত্তর দেবে?’

তিনি আরও বলেন, ‘আমরা ২০৩১ সালের মধ্যে উন্নত দেশের স্বীকৃতি লাভ করি সেটা বিএনপি চায় না। তারা চায় না বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক।’