ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ১ হাজার টাকা চাইতে গিয়ে যুবক খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাওনা এক হাজার টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম জাহিদুল ইসলাম সানি (২৭)।

বুধবার সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম সানি পৌর শহরের ৮নং ওয়ার্ড ভোলাচং (পালপাড়া) গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের ছেলে।

মাত্র এক হাজার পাওনা টাকা চাইতে গিয়ে সানি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় মাগরিবের আজানের পর জাহিদুল ইসলাম সানি দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে শ্রীরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুর কাঁচারি মোড়ের কাছে আসলে গ্রামের টাইলস মিস্ত্রি জীবন মিয়ার সঙ্গে তাদের দেখা হয়। জীবনের সঙ্গে এ সময় কয়েকজন যুবকও ছিলেন।

এ সময় সানি জীবনের কাছে তার আগের পাওনা এক হাজার টাকা চাইতে গেলেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সানির বুকে আঘাত করে। এ সময় বন্ধু রুবেল ও মিজান সানিকে বাঁচাতে এগিয়ে এলে এরাও প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়।

পরে তিনজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, পাওনা মাত্র এক হাজার টাকা চাইতে গিয়ে সানি জীবনের হাতে খুন হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। খুনিদের ধরতে পুলিশই অভিযান চলছে।