ব্রাজিলে করোনায় মৃত্যু বাড়ছে, এবার তিন বাহিনীর প্রধানের পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রুপ ধারণ করছে। গেলো ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৭৮০ জন মানুষ। আর এতে করে সমালোচনার মুখোমুখি হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এরই জের ধরে সামরিক বাহিনীর উপর মাত্রাহীন নিয়ন্ত্রণ আরোপ করায় সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন।

করোনা নিয়ন্ত্রণে অপারদর্শিতার কারণে বার বার সমালোচনার শিকার হয়েছেন বলসোনারো। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার মানুষ।  আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৫ লাখের বেশি মানুষ। করোনায় এখন বিশ্বজুড়ে যত মানুষ মারা যাচ্ছেন, তার এক চতুর্থাংশই ব্রাজিলে। প্রেসিডেন্ট বলসোনারোর দেশে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে।

এই মাসে ব্রাজিল ৪ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে। সেই ভ্যাকসিন দিয়ে দুই কোটি ৩০ লাখ মানুষকে দুইটি করে ডোজ দেয়া সম্ভব হবে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়।

এদিকে ব্রাজিলের ডান পন্থী প্রেসিডেন্ট কোয়ারেন্টিনের বিরোধিতা করেছেন। তিনি বলেন, করোনায় যে ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে অর্থনীতিতে।

সূত্র: বিবিসি