সোমবার , ৫ ডিসেম্বর ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যর্থতায় আফসোস নেই মাশরাফির

Paris
ডিসেম্বর ৫, ২০১৬ ১২:১০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত তিনটি আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। আর গত বছর তো অধিনায়ক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শিরোপা এনে দিয়েছিলেন। সেই মাশরাফি বিন মুর্তজা এবারের বিপিএল থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাঁর দল কুমিল্লা। অবশ্য দলের এই ব্যর্থতায় খুব একটা আফসোস নেই নড়াইল এক্সপ্রেসের।

 

কুমিল্লা এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে। আসরে সাত দলের মধ্যে তারা হয়েছে ষষ্ঠ। ১২ ম্যাচ থেকে তারা সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। প্রথম আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছিল তারা। অবশ্য শেষদিকে এসে বেশ সাফল্য পেয়েছে, সর্বশেষ চার ম্যাচের মধ্যে সবকটিতেই জিতেছে দলটি।

 

দলের এমন ব্যর্থতায় কোনো আক্ষেপ আছে কি না এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কি, দলের এই ব্যর্থতা খুব একটা আফসোসের কিছু নেই আমার। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়ে থাকে।  অবশ্য এবার মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করব। বিশেষ করে শেষ চারের খেলা এবং ফাইনাল ম্যাচটি মজা করে দেখতে চাই।’

 

শেষ দিকে জয়ের ধারায় ফেরায় ভালো লেগেছে কুমিল্লা অধিনায়কের। এ সম্পর্কে তিনি বলেন, ‘এটা ঠিক গত আসরে আমাদের খুবই ভালো সময় কেটেছিল। এবার হয়তো তেমনটি হয়নি। তবে শেষ দিকে দল জয়ের ধারায় ফেরায় কিছুটা ভালো লেগেছে। প্রথম পাঁচ-ছয়টা রাউন্ড পর্যন্ত আমরা একেবারেই তলানিতে ছিলাম। শেষ পর্যন্ত ছয়ে শেষ করলেও ১০ পয়েন্ট পেয়েছি। খেলোয়াড়দের সবার কাছেই তা খুবই ভালো লাগছে।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা