ব্যক্তিগত তহবিল থেকে সড়ক সংস্কার করলেন ইউপি মেম্বার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ব্যক্তিগত তহবিল থেকে গ্রামীণ সড়ক সংস্কার করলেন নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোকলেছুর রহমান।দুপুরে(০৫ নভেম্বর) ইউপির দেওধর গ্রামে ৪ শত ফিট রাস্তাটির সংস্কার কাজ করা হয়।

মোকলেছুর রহমান বলেন, উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিডি) ইতিপূর্বে দেওধর গ্রামে ৬শ ফিট রাস্তা করে দিলেও ৪শ ফিট কাঁচা পরে থাকে। ফলে গ্রামের শিক্ষার্থী, চাকরীজীবি ও খেটে খাওয়া মানুষ চলাচলে দূর্ভোগে পড়েন। এমন পরিস্থিতি দেখে ব্যাক্তিগত তহবিল থেকে ইট সোলিয়ের মাধ্যমে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেই।

ধামাইল গ্রামের সুমি আক্তার ও বিনাহালির সেকেন্দার আলী জানান, কাজ শুরু হওয়ার খবর শুনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। নশরতপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোকলেছুর রহমান অত্যন্ত ভালো মানুষ, তিনি সব সময় মানুষের সুখে, দুখে পাশে থাকেন।

জেএ/এফ