বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর

দুই বছরের বেশি সময় পর বোয়িংয়ে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুরের এভিয়েশন কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বড় দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের বাণিজ্যিক চলাচলে নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের সিভিল এভিয়েশন অথরিটি সোমবার জানিয়েছে, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চের মধ্যে দুই বার দুর্ঘটনার শিকার হয় ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। দুই দুর্ঘটনায় প্রাণ হারায় মোট ৩৪৬ জন। এরপর বিশ্বের বিভিন্ন দেশে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন