বোলার নয়, বল দেখে খেলবেন টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১১ দিনের এ সফরে এক সপ্তাহে ৫টি ম্যাচ খেলে দ্রুত দেশে ফিরে যেতে চায় অসিরা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের সব ম্যাচ একই ভেন্যুতে একই সময়ে শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড মানসম্পন্ন বোলার। আমরা তাদের কিছু ফুটেজ দেখেছি। দিনশেষে আমরা বল দেখে খেলব, বোলার নয়। শেষপর্যন্ত তারা তো মানুষই এবং কিছু বাজে বল তারাও করবে।

টাইগারদের দক্ষিণ আফ্রিকান এই কোচ আরও বলেন, আমাদের খেলতে হবে একদম স্বচ্ছ মানসিকতা নিয়ে এবং পরিষ্কার ভাবনা নিয়ে যে বাজে বলের ফায়দা নিতে হবে। আমরা জানি, তারা দুর্দান্ত বোলার কিন্তু দিনশেষে বল দেখে খেলতে হবে, বোলারকে নয়।

 

সূত্রঃ যুগান্তর