বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : রাশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকায় হামলার ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংবাদমাধ্যম স্পুতনিক নিউজকে বলে, ‘ঢাকার ঘটনা আবারও নিশ্চিত করল, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অতি শিগগির ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়ে পড়েছে।’

dipu20160702020844
গত শুক্রবার রাতে ঢাকার গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর প্রায় ১০ ঘণ্টা পর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় দুই কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে যৌথ বাহিনী। এরপর সেখান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ইতালীয় নয়জন, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি, ভারতীয় একজন রয়েছেন। বাকি ছয়জন হামলাকারী বলে জানিয়েছে সেনাবাহিনী।