বোর্ডের দিকে তাকিয়ে গম্ভীর, পাশে দাঁড়ালেন কাইফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় পেসারের বিরুদ্ধে তাঁর স্ত্রীর তোলা অভিযোগ নিয়ে চাপানউতর চলছেই৷ কখনও শামি বলছেন স্ত্রী হাসিনের শোনানো শামির ফোন রেকর্ডটি সত্যি নয়, প্রয়োজনে খতিয়ে দেখা হোক ঐ অডিও৷কখনও আবার সন্তানের ভবিষ্যৎকে গুরুত্ব দিয়ে বোঝাপড়ার রাস্তায় হাঁটতে চাইছেন তিনি৷ বলছেন স্ত্রীকে ফোন করলেও জাহান ফোন তুলছেন না৷ কিন্তু চাই সব ঠিকঠাক হয়ে যাক৷

স্ত্রী হাসিন জাহান আবার রবিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে তিনি সমঝোতার কথা ভাবছেন না, শামি মিডিয়াকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছেন বলেই তোপ দেগেছেন তিনি৷

কঠিন পরিস্থিতিতে অবশ্য শামির পাশে দাঁড়ালেন মহম্মদ কাইফ৷ এক অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, ‘শামি দীর্ঘদিনের বন্ধু, ভারতীয় দলের নিয়মিত ক্রিকেটার৷ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ আশা করি দ্রুত সমস্যায় সমাধান হবে৷’ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা রাখছেন কাইফ৷

অন্যদিকে শামি প্রসঙ্গে নিজের মতামত এড়িয়ে গেলেন দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর৷সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম জানান, ‘শামির বিষয়টা বোর্ড খতিয়ে দেখে আইপিএলে ওর খেলা নিয়ে দিল্লি ফ্যাঞ্চাইজিকে পরামর্শ দেবে৷এরপর দিল্লি দল শামিকে নিয়ে ভাববে৷’ আইপিএল এগারোতে দিল্লি ফ্যাঞ্চাইজির হয়ে খেলার কথা থাকলেও শামির ক্রিকেট ভবিষ্যৎ এখন অনিশ্চিত বলা চলে৷

স্ত্রী হাসিনের তোলা নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শামির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷ হাসিনের অভিযোগের পরের দিনই অন্যদিকে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন শামি৷টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হওয়ার সুবাদে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার কথা ছিল শামির৷ জায়গা পেতে পারতেন ‘এ প্লাস’ বা ‘এ’ গ্রেডে৷ বাস্তবে দেখা যায় চারটি গ্রেডের কোথাও রাখা হয়নি শামিকে৷ ভারতীয় পেসার অবশ্য আশাবাদী দ্রুতই তিনি বোর্ডের চুক্তিতে ফিরবেন

কলকাতা ২৪*৭