বেসামরিক অঞ্চলে হামলার অভিযোগ আর্মেনিয়া-আজারবাইজানের

সংঘর্ষের নবম দিনে এসে আজ সোমবার আজারবাইজান ও আর্মেনিয়া একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে, বেসামরিক অঞ্চলে হামলা চালানো হচ্ছে।

নাগরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষের ঘটনায় সম্প্রতি কয়েকশ মানুষের প্রাণ গেছে। নাগরনো-কারাবাখ বলছে, আজারবাইজানের পক্ষ থেকে রকেট হামলা চালানো হয়েছে  স্টেপানকার্ট শহরে। যদিও আজারবাইজানের দাবি, জনবহুল বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া।

নাগরনো-কারাবাখ নেতাদের মুখপাত্র ভাহরাম পোগোসইয়ান বলেন, শত্রুরা স্টেপানকার্ট এবং শুশি শহরে রকেট হামলা চালিয়েছে। প্রতিরক্ষা সেনারা এর জবাব দিতে দেরি করবে না।

আজারবাইজানের দাবি, তাদের জনবহুল এলাকা এবং বেসামরিক স্থাপনা লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া। তাদের রাডার ব্যবস্থায় ধরা পড়েছে এটি আর্মেনিয়া থেকে চালানো হামলা। যদিও এই অভিযোগ মানতে নারাজ আর্মেনিয়া।

১৯৯০ সাল থেকে দেশ দুটির মধ্যে বিরোধ চলে আসছে। এখন পর্যন্ত প্রাণ গেছে ৩০ হাজারের বেশি মানুষের। আর নাগরনো-কারাবাখ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগও বেড়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ