বেলারুশের বিরোধীদলীয় ‘নাশকতাকারীরা’ ভণ্ডুল করে দিয়েছে রাশিয়ার পরিকল্পনা!

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

বেলারুশে থাকা কিছু নাশকতাকারীর কারণে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে পারেনি।

আর রাজধানী দখল করতে ব্যর্থ হয়ে পরবর্তীতে সেই অভিযান পরিত্যক্ত করতে বাধ্য হয় রুশ বাহিনী।

এমনই দাবি করেছেন বেলারুশের নির্বাসিত বিরোধীদলীয় নেত্রী সেভাতালানা থিকানোভস্কা।

গণমাধ্যম বিবিসিকে বেলারুশের এ বিরোধীদলীয় নেত্রী জানিয়েছেন, রাশিয়া বেলারুশের যে রেলপথ ব্যবহার করে কিয়েভের দিকে রশদ নিয়ে যাচ্ছিল সেগুলো ৮০ জন নাশকতাকারী ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল।

তিনি আরও জানিয়েছেন, তাছাড়া তাদের লোকেরা রুশ সেনাদের গতিবিধির গোয়েন্দা তথ্য এবং মিসাইল হামলার গোয়েন্দা তথ্য ইউক্রেনকে আগেই জানিয়ে দিয়েছে।

এই নেত্রী আরও জানিয়েছেন, বেলারুশের ৮৬ ভাগ মানুষ এ যুদ্ধের বিরুদ্ধে রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, বেলারুশ ও ইউক্রেনের ভাগ্য একই সুতায় বাঁধা। তার বিশ্বাস ইউক্রেন যদি এ যুদ্ধে জয় পায় তাহলে বেলারুশ বর্তমান কথিত স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোর হাত থেকে মুক্তি পেতে পারে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করতে রাশিয়ার কিছু সেনা বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করেছিল। তারা রাশিয়ার সহায়তাকারীর ভূমিকা পালন করেছে।

 

সূত্রঃ যুগান্তর