বেলজিয়াম স্কোয়াড থেকে বাদ পড়লেন ডি ব্রুইনা

ফিটনেস পরীক্ষায় অবতীর্ণ না হওয়ায় বেলজিয়াম জাতীয় দল থেকে ম্যানচেস্টার সিটিতে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে। যে কারণে বুধবার আইসল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের নেশন্স লিগের ম্যাচে তার আর খেলা হচ্ছে না। তিন ম্যাচ পর নেশন্স লিগের এ-লিগের ২ নম্বর গ্রুপে ইংল্যান্ডের থেকে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম।

রবিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে ৭৩ মিনিটে ডি ব্রুইনাকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ। বেলজিয়াম জাতীয় দলের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ‘ডি ব্রুইনা তার ক্লাবে ফিরে গেছে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে শতভাগ ফিট নয়।’

আগামী শনিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে সিটি আর্সেনালের মোকাবেলা করবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বেলজিয়াম বস মার্টিনেজ বলেছিলেন ডি ব্রুইনাকে সতর্কতার কারনেই মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছিল। সে শতভাগ ফিট ছিলনা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে সিটি।

 

সূত্রঃ কালের কণ্ঠ