বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

কালীপূজার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে এপথে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাএীদের যাতায়াত।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম জানান, ভারতে কালীপূজা হওয়ায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল রয়েছে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি সচল থাকবে বলেও  জনান তিনি।

 

সূত্র: কালেরকন্ঠ