মঙ্গলবার , ২৬ জুন ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেনাপোল বন্দরে ভারতীয় কেমিক্যালবাহী ট্রাকে আগুন

Paris
জুন ২৬, ২০১৮ ১:১১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেনাপোল স্থলবন্দরে গত দুই সপ্তাহের ব্যবধানে আবারও ভারতীয় কেমিক্যাল পণ্যবাহী একটি ট্রাকে আগুন লেগেছে।

স্থানীয়রা ও বন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়কে এই ট্রাকে এই আগুন লাগে।

স্থানীয়রা জানান, ভারতীয় ডব্লিউ বি ৮৪৭৭ নম্বরের গাড়ি নিয়ে চালক রাতে বেনাপোল বন্দরের টার্মিনালে প্রবেশ করেন। এ সময় হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে চালক গাড়িতে আগুন জ্বালিয়ে রান্না করছিলেন। এর মধ্যে ট্রাক থেকে পালিয়ে যান চালক। আগুনের খবর পেয়ে প্রথমে স্থানীয় এসে নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হলে তারা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে ট্রাকে থাকা আমদানি হওয়া পণ্য সব পুড়ে নষ্ট হয়ে যায়। বন্দরের পণ্যগারের মধ্যে এই দুর্ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল ব্যবসায়ীদের।

বেনাপোল বন্দরের ফায়ার সার্ভিস কার্যালয়ের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আগুন নেভানো ও পুড়ে যাওয়া ট্রাকটি বন্দর থেকে বাইরে নিরাপদ স্থানে নেওয়ার কাজ চলছে।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ প্রকাশ করা হবে। বাংলানিউজ

সর্বশেষ - জাতীয়