বেনাপোলে ৪৩ হাজার মার্কিন ডলারসহ আটক ২

সিল্কসিটিনিউজ ডেস্ক: বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দ্বিতীয়দিনের মতো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দারা। বুধবার (১৯ এপ্রিল) সকালে দুই পাসপোর্টধারী যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪৩ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমসের শুল্ক অধিদফতরের সহকারী কমিশনার অতিরিক্ত মার্কিন ডলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত পাসপোর্টধারী যাত্রীরা হলেন- মানিকগঞ্জের শাটুরিয়া এলাকার কবির হোসেন (৩৫) ও জামাল হোসেন (৩৮)।

শুল্ক গোয়েন্দারা জানান, বুধবার (১৯ এপ্রিল) চার পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২১ হাজার ৩০০ মার্কিন ডলার ও ৮ লাখ ৫ হাজার ৫০০ ভারতীয় রূপি উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৮ টার দিকে আরও দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৩ হাজার ৬০০ মার্কিন ডলার জব্দ করা হয়।

 

সূত্র: বাংলাট্রিবিউন