বেতন বৃদ্ধির দাবির আন্দোলনে রাজশাহী কলেজের কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক:
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন রাজশাহী কলেজের সাময়িক কর্মচারীরা। কর্মচারীদের মতে সারা বাংলাদেশে যখন শীর্ষস্থানে রাজশাহী কলেজ অথচ সেই কলেজের বেতন বৃদ্ধি না হওয়ায় অসহায় জীবন যাপন করতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মচারীরা এমন অভিযোগ করেন। অভিযোগে তারা বলেন, রাজশাহীতে কর্মরত সাময়িক কর্মচারীদের স্বল্প বেতন হওয়ায় তাদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। প্রতিনিয়ত তারা কষ্টকর জীবন অতিবাহিত করছে। তারা যে বেতন পাই সেই বেতন দিয়ে বর্তমানে সারামাসের চাল কেনার টাকা হয় না। এ বিষয়ে অধ্যক্ষের কাছে বারবার জানানোর পরেও কোন সুরাহা হয়না।

রাজশাহী কলেজের সকল সাময়িক কর্মচারীদের পক্ষ থেকে বেতন বৃদ্ধির দাবি বাস্তবায়নের আহবান জানান কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ,যুগ্ম-আহবায়ক আমজাদ আলী,আব্দুল হাকিমসহ সাময়িক কর্মচারীসদস্য বৃন্দ।
স/শ