বেছে বেছে খারাপ খবরগুলোই দেখাচ্ছে গুগল!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তার বক্তব্য হলো গুগল তার সার্চ রেজাল্টে ইচ্ছাকৃতভাবে তাকে খারাপ ব্যক্তি হিসেবে উপস্থাপন করছে।

যারা লেটেস্ট নিউজ ক্যাটাগরিতে খবর পড়তে যান তাদেরকে শুধু মানহানিকর খবরগুলোই দেখানো হয়। তাকে নিয়ে প্রকাশিত ভালো খবরগুলো প্রকাশ না করার অভিযোগে সার্চ জায়ান্ট গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তিনি হুঁশিয়ার করেন।

টুইট পোস্টে তিনি দাবি করেন, ভুয়া সংবাদ সংবাদ মাধ্যমগুলোর খবর দেখানোতেও গুগলের কারসাজি রয়েছে।

তিনি আরও বলেন, তার ব্যাপারে সার্চ রেজাল্টে প্রদর্শিত ৯৬ শতাংশ খবরই বাম পন্থী মিডিয়ার। বিষয়টি খুবই বিপদজনক। কনজারভেটিভ দলের ব্যাপারে তারা অনেক খবরই গোপন করে যাচ্ছে। কী দেখা যাবে আর কী দেখা যাবে না এটা তারাই নিয়ন্ত্রণ করছে।

এসব অভিযোগের ব্যাপারে গুগলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুগলের সার্চ রেজাল্ট নির্ধারিত হয় অ্যালগরিদমের মাধ্যমে। আগের ব্রাউজিং বা সার্চ হিস্ট্রি দ্বারাও সার্চ রেজাল্ট প্রভাবিত হয়ে থাকে। তবে মার্কিন প্রেসিডেন্টের ব্যাপারে আলাদা কোনো কৌশল ব্যবহার করা হচ্ছে কিনা তা একমাত্র গুগলই ভালো বলতে পারবে।

ইনডিপেন্ডেন্ট অবলম্বনে