বৃহস্পতিবার থেকে রাজশাহীতে দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:


আগামি বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে রাজশাহীতে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় এই তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়- যে সকল কেন্দ্রে ২৮ অক্টোবর ইপিআই কার্যক্রম আছে, সেসব কেন্দ্রে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ডোজ টিকা প্রদানের তারিখ নির্ধারণ করতে হবে। গত ২৮ সেপ্টম্বর যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন কেবল তারাই ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

প্রথম ডোজের টিকা নেয়ার সময় যে প্রমাণক (স্লিপ) দেয়া হয়েছিল। দ্বিতীয় ডোজের টিকা দেয়ার সময় সেই স্লিপের ফটোকপি সঙ্গে আনতে হবে।

সভায় টিকা কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন- রাজশাহী সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার।

স/আ