বৃষ্টি দিয়ে সকাল শুরু রাজশাহীবাসীর

নিজস্ব প্রতিবেদক

আজ বৈশাখের ৩০ তারিখ। বৃ্ষ্টি দিয়ে সকাল শুরু হয়েছে রাজশাহী নগরবাসীদের। এবছর বৈশাখ ঝড়-বৃষ্টিতেই কাটছে। সকাল-দুপুর, বিকেল-সন্ধ্যা না হয় রাতে ঝড়-বৃষ্টি থাকছেই। সঙ্গে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দীর্ঘ এক যুগেও এমন আবহাওয়া দেখেনি রাজশাহীর মানুষ।

আজ রোববার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। আকাশের মেঘপুঞ্জ থেকে এখন যেন ঝরনা হয়েই বৃষ্টি নামছে ধরায়। তবে সাত সকালের বর্ষণে কষ্টেরও শেষ নেই। মুষলধার বৃষ্টির কারণে এরই মধ্যে রাজশাহী শহরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।বৃষ্টির পানিতে কাকভেজা হয়েই সকাল থেকে কাজ-কর্ম করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও ভিজতে হয়েছে বৃষ্টিতে।Image may contain: sky and outdoor

মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট ও গণকপাড়াসহ অনেক এলাকায় পয়:নিষ্কাশন ড্রেনের পানি উপচে একাকার হয়ে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। Image may contain: people sitting, bicycle and outdoor

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির সঙ্গে আজ ঝড়ো হাওয়া ছিল না। সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।Image may contain: one or more people, people walking, sky and outdoor

আকাশে মেঘ আছে, বৃষ্টিও হচ্ছে তাই এই পরিমাণ আরও বাড়তে পারে। রোববার সকাল ৬টায় বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ছিল বলেও জানান এই রাজশাহীর এই আবহাওয়া কর্মকর্তা।

স/আ