বুধবার হাসপাতাল ছাড়ছেন সৌরভ গাঙ্গুলি

অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। রাতে ভালো ঘুম হয়েছে। সকালে হালকা খাবার খেয়েছেন। আগামীকাল বুধবার হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হতে পারে।

এদিকে আজ মঙ্গলবার বিশিষ্ট হৃদ‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ডের।
হাসপাতাল থেকে সৌরভ গাঙ্গুলি ছুটি পেলেও আবারও ফিরতে হবে। হৃদরোগের চিকিৎসার দ্বিতীয় পর্ব সম্পন্ন করার জন্য কয়েক দিনের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হবে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ককে।

সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। কিন্তু তার বাঁ দিকের ধমনীতেও দুটি ব্লকেজ রয়েছে। কোনো রকম ঝুঁকি না নিয়ে আরও দুটি স্টেন্ট বসানো হবে।

সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেন, ‘দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সৌরভের অন্য দুটি ধমনীতে এনজিওপ্লাস্টিই করতে হবে, বাইপাস নয়। তবে সেটা কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন