মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বুধবার থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করবে ব্যাংক

Paris
মার্চ ১৭, ২০২০ ৯:৪৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে পুঁজিবাজারে ধস নেমেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘পুুঁজিবাজার নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত। এটা তো আমাদের হাতে নেই। আমাদের আল্লাহকে বিশ্বাস করা উচিত। আল্লাহ মানুষকে পরীক্ষা করছেন।’

গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে বেসরকারি ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সদের (এবিবি) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আরো বলেন, ‘সব ব্যাংক যার যার সামর্থ্য আছে বাজারকে স্থিতিশীল রাখার চেষ্টা করবে। পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়াতে গত মাসে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার জারি করেছিল, তাতে প্রতিটি ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করবে। সেই আলোকে ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করবে।’

এত দিন ব্যাংকগুলো কেন পুঁজিবাজারে বিনিয়োগ করেনি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তখন করোনাভাইরাসের সংক্রমণ হয়নি। সে জন্য বিনিয়োগ করেনি।’

অন্যদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘সব ব্যাংকই পুুঁজিবাজারে বিনিয়োগ করবে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য