বুচার ঘটনায় প্রতিক্রিয়া রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার

সিল্কসিটিনিউজ দ্বেষকঃ

ক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বুচা শহরে রুশ সেনাদের হত্যাযজ্ঞের চিত্র প্রকাশিত হওয়ার পর একের পর এক দেশ রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে।

সাম্প্রতিকতম দেশ হিসেবে ফ্রান্স রাশিয়ার কূটনৈতিক কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা, এটি অনেক রুশ কূটনীতিককে বহিষ্কার করছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তাদের কর্মকাণ্ড আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে যায়।

…এই পদক্ষেপ একটি ইউরোপীয় উদ্যোগের অংশ। ’

ফরাসী বার্তা সংস্থা এএফপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৩৫ জন রুশ কূটনৈতিক কর্মীকে বহিষ্কার করা হবে।

বুচায় বেসামরিক লোকদের হত্যার প্রতিক্রিয়ায় এর আগে জার্মানি ৪০ রুশ কূটনৈতিক কর্মীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তবে দেশটি রাশিয়া জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে।

এর আগে প্রথম ইইউ সদস্য হিসেবে লিথুয়ানিয়া রাশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেছেন, মস্কোতে ভিলনিয়াসের নিজস্ব শীর্ষ কূটনীতিককেও আগামী দিনে প্রত্যাহার করা হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ