বিয়ের পিঁড়িতে টিভি তারকা নেহা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিয়ের করলেন টেলিভিশন তারকা নেহা পেন্ডসে। সোমবার প্রেমিক শার্দুল সিং বেয়াসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নেহা।

মহারাষ্ট্রিয়ান রীতিতে তাদের বিয়ের সম্পন্ন হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।

তাদের বিয়েতে পোশাকে ছিল অভিজাতের ছোয়া। গোলাপি রঙের নওভরি শাড়ি পরেছিলেন নেহা। আর নাকে পরেছিলেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী নথ। স্বামীর পরনে ছিলো কুর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন নেহা।

টেলিভিশনের জনপ্রিয় মুখ নেহা পেন্ডসে। সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’র সাবেক প্রতিযোগী তিনি। তবে ‘মে আই কামিং ম্যাডাম’ সিরিয়ালে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।