বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিয়ের আগেই ভাড়া বাসায় আথিয়া-রাহুল, যা বলছে পরিবার

Paris
মে ৫, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সঙ্গে ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কে এল রাহুলের প্রেমের সম্পর্কের খবর পুরোনো। গত বছর এ প্রেমিক যুগল নিজেরাই জানিয়েছেন তাদের মন বিনিময়ের কথা। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, ইদানিং নাকি লিভ টুগেদার করছেন রাহুল-আথিয়া।

এ জুটি সাতপাকে বাঁধা পড়ছেন কবে, এ নিয়েই এখন নতুন জল্পনা। যদিও উভয়ের পরিবার বিয়ের বিষয়টি উড়িয়ে দিয়েছে।

আথিয়ার ভাই অহন শেট্টির ছবি ‘তড়প’-এর বিশেষ প্রদর্শনে এসে গত বছর হাটে হাড়ি ভেঙেছিল। সেবারই তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, সদ্য বিয়ে করা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বাড়ির কাছাকাছি একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকছেন রাহুল-আথিয়া। এরপরই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন ওঠে।

তবে সুনীলপুত্র অহন শেট্টি বলেছেন, গুজবে কান দেবেন না! বিয়ে কেন, বাগদানের তারিখই এখনো ঠিক হয়নি। বাগদানের পরিকল্পনাই নেই এখনো। বিয়ে তো তার পরের কথা! আগামী বেশ কয়েক মাসেও বিয়ের কোনো খবর নেই। তার তারিখ পাবো কীভাবে!

যদিও রাহুল কিংবা তার পরিবারের কেউ এখনো বিয়ের বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

কিন্তু বিয়ের সানাই বাজুক আর না বাজুক, আথিয়া-রাহুলকে যখন-তখন একসঙ্গেই দেখা যাচ্ছে। কদিন আগেই মুম্বাই বিমানবন্দরে রাহুলকে রিসিভ করতে এসেছিলেন আথিয়া। সেখানেও তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - বিনোদন