বিহারে ডাইনি সন্দেহে ৩ মহিলাকে জোর করে মূত্রপানের জঘন্য ঘটনা

ফের জঘন্য ঘটনা বিহারের মুজাফফরপুরে। ডাইনি সন্দেহে নৃশংস অত্যাচার চলল তিন মহিলার ওপরে। অভিযোগ তাঁদের জোর করে মূত্রপানে বাধ্য করা হয় এবং পুরো গ্রামের সামনে পোশাকহীন অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়।

সোশ্যাল মিডিয়ায় মহিলাদের নির্যাতনের ভিডিও প্রকাশ পেতেই এই নারকীয় ঘটনার কথা সামনে আসে।

পূর্ব মোজাফফরপুরের মহকুমার কর্মকর্তা কুন্দন কুমার বলেন, এটা আসলে ভয়ঙ্কর অপরাধের ঘটনা। তিনি আশ্বাস দেন, এই ঘটনার যথাযথ তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এএনআই-এর প্রতিবেদন জানাচ্ছে, এই ঘটনায় জড়িত থাকার অভিজোগে ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।

এএনআই-এর টুইটঁ থেকে জানা গিয়েছে, মুজাফফরপুরের ডাকরামা গ্রামে “ডাইনি’ সন্দেহে তিন মহিলার ওপর অকথ্য অত্যাচার চালানো হয়, তাঁদের মারধর করে অর্ধনগ্ন করা হয় বলে অভিযোগ।

অতিরিক্ত পুলিশ সুপার অমিতেশ কুমার বলেন, এফআইআর অনুযায়ী ১০ জনের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি ১ জনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে কুমার দাবি করেছেন, ওই ৩ মহিলা পুলিশের কাছে অভিযোগ জানাতে আসেননি।

আরও পড়ুন:

করোনাভাইরাস: দিল্লি ছাড়িয়ে কলকাতায়ও ‘গোমূত্র পানের আসর’