বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে লফস’র আয়োজনে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

“শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদার” স্লোগানরে মাধ্যমে সারা দেশের মতো রাজশাহীতেও পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস।

দিবসটি উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর সহযোগিতায় শিশুদের নিয়ে পিনাকল স্টাডি হোম বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চিত্রাঙ্গন প্রতিযোগিতায় পিনাকল স্টাডি হোম, শিমুল মেমোরিয়াল, রিভারভিউ, জাতীয় তরুন সংঘ, সৃজন, সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয় ও বিবি হিন্দু একাডেমির শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

প্রতিযোগিতায় ক গ্রুপে শিমুল মেমোরিয়াল বিদ্যালয়ের কেজি’র মালিয়াত আফলাহ ১ম স্থান, পিনাকল ষ্টাডি হোম এর প্রি ক্লাসের শিক্ষার্থী আফসানা আফরিন অর্পা ২য়, নার্সারির অনুভা দাস ৩য় এবং খ গ্রুপে পিনাকল স্টাডি হোম এর প্রথম শ্রেনীর শিক্ষার্থী প্রিয়শ্রী সান্যাল ১ম স্থান, সৃজন কোচিং সেন্টার এর ২য় শ্রেনীর শিক্ষার্থী সামান্তা ইসলাম সিয়া ২য় ও জাতীয় তরুন সংঘের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী তাইসিন ৩য় স্থান অর্জন করে।

পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় প্রতিযোগিদের মাঝে পরে পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কশিনার শাহানাজ পারভীন পদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার আইন সম্পাদক ও জজ কোর্টের আইনজীবি শাহিনুল হক মুন, পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, সুশিল সমাজের প্রতিনিধি শিপক চন্দ্র দে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুমতী সরকার, সুপারভাইজরা সুলতানা রিজিয়া, উন্নয়ন কর্মী ইসমত আরা, পিনাকল স্টাডি হোম এর শিক্ষিকা সূপনা, চামেলি সহ শিশু শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ