বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

আগের দিনের ‍তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে সারাবিশ্বে মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৩২ হাজার ৯৯৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ লাখ ৯৩ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৬৫১ জন। বুধবার বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছিলেন।

আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস। করোনার হিসাব রাখা ওয়েবসাইটটি গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর তথ্য তুলে ধরে আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৬২৬ জন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ৪৭০ জন। রাশিয়ায় মারা গেছেন ৪১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৯০ জন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন